বিডি ল নিউজঃ স্মার্টফোনের চার্জ নিয়ে দুঃচিন্তার শেষ নেই ব্যবহারকারীদের। তবে এবার স্মার্টফোনের চার্জ নিয়ে দুঃচিন্তার দিন শেষ। এবার বেল্টের সাহায্যে কোমরে প্যান্ট ধরে রাখার পাশাপাশি চার্জ দেয়া যাবে স্মার্টফোনেও।
এক খবরে ইয়াহু টেক জানিয়েছে, সম্প্রতি ‘জুবেল্ট’ নামের এ স্মার্টবেল্ট উদ্ভাবন করেছে যুক্তরাজ্যে ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান নিফটি। এর ভেতরের রয়েছে ২১০০ মিলি আম্পিয়ার-আওয়ারের লিথিয়াম ব্যাটারি। ব্যাটারিগুলো নমনীয় হওয়ায় এ বেল্ট পরতে এবং দেখতে অন্য দশটি বেল্টের মতো।
নিফটি জানিয়েছে, এ বেল্ট নিরাপদ, স্থায়ী এবং জল-বায়ু প্রতিরোধক। এর মাধ্যমে মাত্র আড়াই ঘণ্টায় একটি আইফোন-৬ পূর্ণ চার্জ করা যাবে। চার্জ শেষে চার্জিং ওয়্যার খুলে নেওয়ার পর চুম্বকের মাধ্যমে এটি আপনাপানি বেল্টে ঢুকে যাবে। আগামী জুলাইয়ে বাজারে আসতে পারে এ বেল্ট। এ সম্ভাব্য দাম হতে পারে ১৫৫ মার্কিন ডলার।
Discussion about this post