ফরিদ মিয়া, টাঙ্গাইল থেকে: দেলদুয়ার টাঙ্গাইল ১১ কি. মি. সড়ক আবারও নামে মাত্র জোড়াতালি দিয়ে সংস্কার হলো। দীর্ঘস্থায়ি কোন পদক্ষেপ না নিয়ে প্রায় এক যুগ ধরে বারবার জোড়তালির মাধ্যমে রাস্তার গর্ত ভরাট করে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। যার ফলে চরম ক্ষোভ প্রকাশ করেছে উপজেলাবাসী। নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে সড়কটিতে বারবার মেরামত করার কিছু দিন পরেই গর্ত থেকে ইট,বালু উঠে গিয়ে পূর্বের মতো আবারও সীমাহিন দূর্ভোগ সৃষ্টি হবে। আর তাই আবারও ভোগান্তিতে পরতে হবে সাধারণ মানুষকে। আশ্চার্যের বিষয় হলো মাটি দিয়ে খানাখন্দ রাস্তা ভরাট করার কথা কোথাও না শুনা গেলেও এই সড়কে ভাঙ্গাচুরা গর্ত ভরাট করতে হয়েছে মাটি।
উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে নামে মাত্র কিছু গর্ত ভরাট করে তাদের কাজ শেষ করে চলে যায়। কিন্তু এটা শুধু নামে মাত্র রাস্তা সংস্কার। রাস্তাটি দীর্ঘস্থায়ি ভাবে সংস্কার করার কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা।
সম্প্রতি জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারের সাফল্য শীর্ষক এক প্রেসব্রিফিং শেষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডুবাইল ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ক্ষোভ প্রকাশ করে বলেন ,দেলদুয়ার-টাঙ্গাইল সড়কটি নিয়ে সওজ কর্তৃপক্ষ তামাশা শুরু করেছে। কিছুদিন পরপর লোকজন এসে কিছু গর্ত ভরাট করে চলে যায়। জনগন ভাবে রাস্তা সংস্কার হবে। কিন্তু আসলে কিছুই না।
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আহাম্মেদ জানান, রাস্তটিতে খুবই দুরবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা, জেলা সমন্বয় কমিটি ও যোগাযোগ মন্ত্রনালয়ে লিখিত ভাবে রাস্তাটির সংস্কারের ব্যাপারে বারবার আবেদন করার পরেও রাস্তটির সংস্কারের ব্যাপরে কোন স্থায়ি পদক্ষেপ নেয়া হচ্ছেনা।
এ অবস্থায় সাধারণ মানুষের দূর্ভোগ কমিয়ে জীবন যাত্রার মানউন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছেন এ অঞ্চলের সাধারণ মানুষ।
Discussion about this post