বিডি ল নিউজঃ
রাজধানীর গোড়ান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আট কেজি বিস্ফোরক দ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ককটেল ও বোমা তৈরি, সরবরাহ এবং টাকার বিনিময়ে বিস্ফোরণ ঘটানোর কাজে জড়িত চক্রের খোঁজে অনেক দিন ধরে অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে গোড়ানের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বাড়িটির ছাদে বসে বোমা বানাচ্ছিল। এসময় তাদের আটক করা হলে তাদের তথ্যের ভিত্তিতে ছাদের চিলেকোঠা থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় আট কেজি বিস্ফোরক পাওয়া যায়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ওই সাতজনকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরো জানান, এর আগে হরতাল ও অবরোধে টাকার বিনিময়ে খিলগাঁও, কাকরাইল, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।
Discussion about this post