অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। গতকাল ব্যাঙ্ককে এক মন্দিরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় সেই মন্দিরের থেকে খানিকটা দূরে ছিলেন তাঁরা। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য সস্ত্রীক ব্যাঙ্ককে গিয়েছিলেন রিতেশ।
বলিউড অভিনেত্রী জেনেলিয়া জানিয়েছেন, বিস্ফোরণের সময় ওই এলাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিলেন তাঁরা। বিস্ফোরণ স্বচক্ষে না দেখলেও, তার প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়েছেন দুজনেই। জেনেলিয়া জানিয়েছেন, তাঁরা নিরাপদে বেঁচে ফিরতে পারলেও যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের কথা ভেবে এখনও ভয়ে সিটিয়ে রয়েছেন তিনি। এই ঘটনায় হতাহতদের প্রতি টুইটারে তিনি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে এরাওয়ান মন্দির চত্বর হঠাত্ই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। উড়ে যায় কয়েকটি গাড়ি। নিহত হন অন্তত ২৭ জন, আহতের সংখ্যা ১১৭।”এবিপি আনন্দ
Discussion about this post