মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিশাদ এর হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবীতে সুপ্রিম কোর্ট এর সর্বস্তরের আইনজীবীবৃন্দ এই ব্যানারে মানববন্ধন করেণ সুপ্রিম কোর্টের আইনজীবীগণ। উক্ত মানববন্ধনে আসিফ ইমতিয়াজের স্মরণে এবং তার হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে বক্তৃতা রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবীগণ।
উল্লেখ্য,রাজধানীর কাঁঠালবাগানে একটি ভবনের নয়তলার বারান্দা থেকে পড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাবরিনা শহীদ নিশিতাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আসিফের বাবা শহিদুল ইসলাম খান বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।
Discussion about this post