বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর বিষয়ে গুলশান থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৮ মার্চ) নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বিএনপি নেতা মওদুদ আহমদের মৃত্যুর বিষয়ে আদালতে আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান মৃত্যুর বিষয়ে গুলশান থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

একই সঙ্গে আদালত মামলার অভিযোগ গঠন শুনানি ও মওদুদ আহমদের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৫ মার্চ দিন ধার্য করেন।২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন।
২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।
Discussion about this post