আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে ৪২ বন্দির মরদেহ পাওয়া গেছে। সোমবার অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের কারাগারগুলোতে এই বন্দিদের মৃত্যু হয়। তাদের সবারই শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
তারা বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শনের সময় চারটি কারাগারে এই ৪২ মরদেহ পাওয়া যায়।
এদিকে, কী কারণে এতোসংখ্যক বন্দির প্রাণ ঝরেছে তা জানতে এবং পরিস্থিতির লাগাম টানতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি একটি কারাগারে সংঘর্ষে ১৫ বন্দি নিহত হওয়ার একদিন পর এই ৪২ মরদেহ পাওয়া গেলো।
রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগার। সাক্ষাতের সময় চলাকালে রবিবার দেশটির স্থানীয় সময় ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে সংবাদ সম্মেলনে কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা বলেন, কয়েদিদের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে দর্শনার্থীদের মধ্যে কেউ মারা যায়নি। সংঘর্ষের কারণ বের করতে তদন্ত কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ এই সংঘর্ষ বেঁধে যাওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
Discussion about this post