রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে নিজ বাসায় ব্লগার নিলয় চক্রবর্তী নীল হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ)। শুক্রবার বিকালে (ansar.al.islam.bd@gmail.com) ইমেইল ঠিকানা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আনসার আল ইসলামের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফ এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আল-কায়দা, ভারতীয় উপমহাদেশ, আল্লাহর রাসুল (তার উপর শান্তি বর্ষিত হোক) এর সম্মান রক্ষার্থে পরিচালিত প্রতিশোধমূলক এই হামলার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি।’সেখানে আরো বলা হয়, ‘হে মুসলিম উম্মাহ, আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে, যতক্ষণ পর্যন্ত আপনাদের এই সন্তানদের ধমনীতে রক্ত প্রবাহিত হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রসূলের এই ধরনের শত্রুদের ওপর আমাদের অপারেশন চলতেই থাকবে।’সেখানে মুক্তমনা ব্লগারদের উদ্দেশ্যে বলা হয়, ‘যদি তোমাদের ‘বাকস্বাধীনতা’ কোন সীমানা মানতে প্রস্তুত না থাকে, তবে তোমাদের হৃদয় যেনো আমাদের ‘চাপাতির স্বাধীনতার’ জন্য উন্মুক্ত থাকে। সর্বশেষে বলা হয়, ‘আমরা ভুলে যাইনি এবং আমরা অন্যদের কথাও ভুলে যাইনি।’ প্রসঙ্গত, শুক্রবার বেলা দুইটার দিকে রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে ব্লগার নিলয়কে হত্যা করা হয়। নিহত ব্লগার গণজাগরণমঞ্চের কর্মী বলে জানা গেছে।




Discussion about this post