আব্দুল আলীম নবীন: বড়লেখায় ব্র্যাক স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডার একমাত্র খুনি আবু রিকমুনের ফাঁসির দাবীতে ২১ জুন রোববার চা বাগান প্রশাসন, চা শ্রমিক পঞ্চায়েত ও ব্র্যাক স্কুলের শিক্ষক/শিক্ষার্থীরা স’ানীয় দক্ষিণভাগ ইউপি কার্যালয় প্রাঙ্গনে ৩ ঘন্টা মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন চলাকালে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ইউপি মেম্বার সোনা মিয়া, নজরুল ইসলাম, অকিল বাকতি, সমাজসেবক মাসুক আহমদ চা শ্রমিকদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করেন। মানববন্ধন কর্মসুচী শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা নারায়ন কালোয়ার, সুখদেব মুন্ডা, ফজল তাতী, সিতারাম গড়াইত, বাবুল বাউরি, মনসা মুন্ডা। শ্রমিক নেতারা বলেন, স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডার হত্যাকারী গ্রেফতারকৃত আবু রিকমুন (১৯) যেন কোনভাবেই ছাড়া না পায়। খুনের এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার সকল চেষ্টা রুখে দেয়া হবে। এ খুনির ফাঁসি ছাড়া অন্য কোন শাসি- চা শ্রমিকরা মেনে নেবে না। গত ১৬ জুন স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে আবু রিকমুন (১৯) নামে এক চা শ্রমিকের হাতে প্রেমঘটিত কারনে খুন হন স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডা (১৯)। ঘটনার ১৬ ঘন্টার মধ্যে পুলিশ ধামাই চা বাগানের আত্মীয়ের বাড়ী থেকে আবু রিকমুনকে গ্রেফতার করে। সে বাগানের রিকমুন টিলার রামজনম রিকমুনের ছেলে।
Discussion about this post