
বিডি ল নিউজঃ কূটনৈতিক স্তরে দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নেই। তা সত্ত্বেও ভারতকেই ‘হোম’ বানিয়ে নিজেদের আন্তর্জাতিক ম্যাচ খেলতে উৎসাহী পাকিস্তান। এক ইংবেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সেদেশের ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর থেকে প্রথম সারির কোনও দেশই পাকিস্তানে তাদের দল পাঠাতে আগ্রহ দেখায়নি। বস্তুত, সেই থেকে পাকিস্তান নিজেদের হোম সিরিজ খেলে সংযুক্ত আবর আমিরশাহিতে। দীর্ঘ দিন পর বর্তমানে পাকিস্তানে সফরে গিয়েছে জিম্বাবোয়ে। তবে, অন্য দল জিম্বাবোয়েকে অনুসরণ করবে, এমন নিশ্চয়তা নেই।
সেটা টের পেয়েই সম্ভবত, ভারতকেই নিজেদের ‘হোম’ করার ভাবনাচিন্তা করছে পাক বোর্ড। শাহরিয়ার খান জানিয়েছেন, ভারত রাজি থাকলে তাঁরা এখানে অন্য দেশের সঙ্গে খেলতে ইচ্ছুক। এমনিতে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইতিমধ্যে পাকিস্তানকে এই প্রস্তাব দিয়ে রেখেছে। কিন্তু, শাহরিয়ার চাইছেন ভারতে খেলতে। কারণ তাঁর মতে, ভারতে খেললে আখেরে পাক বোর্ডের দুদিক দিয়ে লাভ হবে— একদিকে যেমন আয় বাড়বে, তেমনই খরচও কমবে।
২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক মুলতুবি রেখেছিল ভারত। ২ বছর আগে তাতে সাময়িক ইতি টেনে ছোট সিরিজ চালু করে বিসিসিআই। ২০১২-১৩ মরশুমে পাকিস্তান দল এদেশে এসে একটি একদিনের সিরিজ খেলেছিল। তবে, পাকিস্তান সফরে যায়নি ভারত।

চলতি মাসের গোড়ায় কলকাতায় এসে বিসিসিআই-এর বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার। দ্বিপাক্ষিক সিরিজ চালু করার প্রস্তাবও দেন। যদিও, সংসদে এই নিয়ে হই-হট্টগোল হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। ক্ষুব্ধ শাহরিয়ার জানিয়েছিলেন, রাজনীতি আর ক্রিকেটকে এক করা উচিত নয়। এরপরও অবশ্য হাল ছাড়েননি তিনি। সম্প্রতি বিসিসিআই সচিব তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং বোর্ডে ও কেন্দ্রীয় সরকারের কয়েকজন প্রতিনিধিকে লাহোরে পাক-জিম্বাবোয়ে টি-২০ ম্যাচ দেখার আম্ন্ত্রণ জানান।
এখন দ্বিপাক্ষিক ক্রিকেটকে পুনরায় জীবিত করার জন্য একেবারে অভিনব পন্থাই নিলেন তিনি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে, প্রতিবেশি রাষ্ট্রের ক্রিকেটের সাহায্যে এগিয়ে আসতে বিসিসিআই-এর কোনও আপত্তি নেই বলেই মনে করেন বোর্ডের এক প্রভাবশালী কর্তা। তবে, পাক ক্রিকেট বোর্ডের এই অপ্রত্যাশিত প্রস্তাব নিয়ে অত্যন্ত সন্তর্পণে এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হিসেবে কাজ করা শাহরিয়ারের এই প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হলে ওই কর্তা বলেন, বর্তমানে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে বেশি চিন্তিত আমরা। পাশাপাশি, সামনে ভারতের ঠাসা ক্রিড়াসূচি রয়েছে। ফলে, এই মুহূর্তে পাকিস্তানকে কতটা মাঠ দেওয়া সম্ভব হবে, তা নিয়েই রয়েছে সংশয়।”এবিপি আনন্দ




Discussion about this post