বিডি ল নিউজঃ ভারতের চেয়ে বেশি পরমাণু অস্ত্র মজুত করেছে পাকিস্তান। এমন তথ্যই উঠে এল আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নজরদারি রিপোর্টে। ২০১৪ সালের নিরিখে তৈরি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের হাতে রয়েছে ১২০টি পারমাণবিক অস্ত্র, ভারতের চেয়ে যা ১০টি বেশি।
সম্প্রতি বিশ্বের পারমাণবিক অস্ত্রসম্ভার সংক্রান্ত এক ইন্টারেক্টিভ ইনফোগ্রাফিক্স পেশ করেছে বুলেটিন অব অ্যাটোমিক সায়েন্টিস্টস। বস্তুত, ১৯৪৫ সালে শিকাগোর পরমাণু বিজ্ঞানীদের (যাঁরা ‘ম্যানহাটন প্রজেক্ট’ নামে বিশ্বের প্রথম পরমাণু বম্ব তৈরি করেছিলেন) হাতে গঠিত বুলেটিন হল সেই সংস্থা যারা দীর্ঘদিন ধরে বিশ্বের পরমাণিক অস্ত্রের সংখ্যা, তার ধরণ ও তার ইতিহাস নথিভুক্ত করে আসছে।
নিউক্লিয়ার নোটবুক নামক ওই ইনফোগ্রাফিক ১৯৮৭ সাল থেকে এখনও পর্যন্ত সবকটি দেশের পারমাণবিক অস্ত্রের সুলুক-সন্ধান দিয়ে চলেছে। তারই সর্বশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারতের চেয়ে পাকিস্তানের হাতে অধিক পরমাণু অস্ত্র রয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, আটের দশকের শেষদিকে বিশ্বে ৬৫ হাজারের বেশি এই মারণাস্ত্র ছিল। কিন্তু, বর্তমানে তা অনেকটাই কমে দাঁড়িয়েছে ১০ হাজারের কাছে। তবে, অস্ত্রের সংখ্যা কমলেও, দেশের সংখ্যা বেড়ে গিয়েছে।
ওই ইনফোগ্রাফিক্স অনুযায়ী, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া—দুদেশের কাছেই প্রায় ৫ হাজারের মতো পরমাণু অস্ত্র রয়েছে। ফ্রান্সের কাছে রয়েছে ৩০০, চিনের কাছে ২৫০, ব্রিটেনের হাতে ২২৫ ও ইজরায়েলের হাতে ৮০টির মতো পরমাণু অস্ত্র মজুত রয়েছে।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post