বিডি ল নিউজঃ কাল শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্টে ভারতের বিপক্ষে এর আগে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। আর এই টেস্ট দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের ক্রিকেট লড়াই। তবে এবার সাহসী কথাটা বলেই ফেললেন দেশের টেস্ট সেনাপতি মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ কেমন হবে এ নিয়ে অনেক কথাই বলেন তিনি। মুশফিকুর রহিম বলেন, ভারতের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামব। আমাদের বোলিং বিভাগের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আছে।
মুশফিক বলেন, আমাদের ভালো ব্যাটিং করতে হবে। বিশ্বকাপেও আমাদের পেস আক্রমণ শক্তিশালী ছিল। এরপর দেশে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও আমাদের পেসাররা ভাল করেছে। গরম হওয়ার কারণে ফতুল্লাহর আবহাওয়া অন্যরকম বলেও মনে করেন তিনি।
মুশফিক বলেন, আমরা ক্রিকেটে অনেক উন্নতি করেছি। ব্যক্তিগতভাবে অনেকেই ভালো ক্রিকেট খেলছেন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব দিক থেকেই শক্তিশালী ভারতের বিপক্ষে আমরা লড়তে প্রস্তুত।
ভারতের বিপক্ষে যুবায়েরের খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ প্রশ্নের উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান। টসকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যা দেন মুশফিক। উল্লেখ্য, আগামীকাল (বুধবার) সকাল ১০ টায় ফতুল্লায় এক মাত্র টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। আর এ টেস্টে ব্যাটিং-ফিল্ডিং করলেও কিপিং নাও করতে পারেন মুশফিক।



Discussion about this post