আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে স্থানীয় সংবাদ মাধ্যম এনটিভি জানিয়েছে।
আজ সোমবার সকালে প্রদেশের মান্ডি শহরের জনাকীর্ণ নের চক এলাকার একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।
এ সময় ওই ভবনে বহু মানুষ আটকা পড়েছিল। পরে উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে বাইরে বের করে নিয়ে আসে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন মারা গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর তিনটি গাড়ি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট রুগভেদ ঠাকুর। তিনি এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন। সূত্র: এনডিটিভি
Discussion about this post