আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রাতে পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। আজ শনিবার (২৪ মার্চ) একথা জানিয়েছে পুলিশ।
গতকাল (২৩ মার্চ) শুক্রবার রাতে শ্রীনগর থেকে প্রায় ৮৩ কিলোমিটার দক্ষিণে আনান্তনাগ জেলার দুরু গ্রামের শিস্টারগাম এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের এক মুখপাত্র বলেন, গতরাতে দুরুতে পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে।
তিনি আরো বলেন, জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় পৌঁছলে জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সেখানে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে এদের একজন স্থানীয় ও অপরজন বিদেশি বলে সনাক্ত করা হয়েছে। সুত্র: সিনহুয়া।
Discussion about this post