বিডি ল নিউজঃ মুশফিকুর রহিম এখন ভারতের বিপক্ষে সিরিজের অপেক্ষায় আছেন। বড় ব্যবধানের হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করার পর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ভারতের বিপক্ষে সিরিজে শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে নামার পরিকল্পনাও জানান।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চতুর্থ দিনের খেলা শেষের আগেই পাকিস্তানের কাছে ৩২৮ রানে হেরে দুই টেস্টের সিরিজও ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মুশফিক হতাশা প্রকাশ করে ভারতের বিপক্ষে সিরিজের অপেক্ষায় থাকার কথা বলেন।
“যদি আপনি জিততে চান এবং টেস্টে লড়াই করতে চান, তাহলে আপনাকে ২০ উইকেট নিতে হবে। আমরা সেটা ভারতের বিপক্ষে করার চেষ্টা করব।”
“বোলারদের আগ্রাসী হতে হবে এবং দলকে পাঁচ দিন ম্যাচে রাখতে হবে”, টেস্টে বোলিং লাইনআপের গুরুত্বের কথাও বলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে ভারত। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ১৮ জুন শুরু হবে তিন ম্যাচের ওয়ানডের সিরিজ।
ঢাকা টেস্টের আগে চোটের কারণে পেসার রুবেল হোসেনকে হারায় বাংলাদেশ। একই কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আরেক পেসার শাহাদাত হোসেনও ছিটকে পড়লে বাংলাদেশের বোলিং লাইনআপ দুর্বল হয়ে পড়ে। ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য মোটেও ভালো যায়নি বলে হতাশ মুশফিক।
“এটা ছিল হতাশাজনক। আমরা কিছু নো বল করেছিলাম এবং আমাদের একজন বোলার (টেস্ট শুরুর পর) দল থেকে ছিটকে গেল। প্রথম দিনই আমাদের জন্য কোনকিছু ঠিকঠাক হলো না।”
ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হার, টি-টোয়েন্টিতেও হার এবং এরপর খুলনা টেস্টে জয়ের আশা জাগিয়েও ড্রয়ের হতাশা নিয়ে ঢাকা টেস্টে নামে পাকিস্তান। সিরিজের শেষ প্রান্তে এসে সাফল্য পাওয়া মিসবাহ-উল হকের দলকে কৃতিত্ব দিতে ভোলেননি মুশফিক।
“তারা টেস্টের র্যাঙ্কিংয়ে তিন নম্বর দল এবং তারা কঠিনভাবে ঘুরে দাঁড়িয়েছে।”-লেটেস্টবিডিনিউজ




Discussion about this post