ভার্চুয়াল আদালতে মামলা তালিকায় (কজ লিস্ট) আসা বা না আসা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস এবং মন্তব্য করা করার বিষয়ে সতর্ক করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের ভার্চুয়াল উপস্থিতিতে এসব নির্দেশনা দেন। পরে সংশ্লিষ্ট বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।
ভার্চুয়াল কোর্টের অংশগ্রহণকারী আইনজীবীদের মাধ্যমে বিশেষ বার্তায় আদালত তার নির্দেশে বলেন-
১. মামলা ফাইলিংয়ের সময় লিখিত আন্ডারটেকিং এবং সিগনেচার অবশ্যই দিতে হবে। সঙ্গে ইমেইল ও বারের (সমিতির) সদস্য নম্বর উল্লেখ করতে হবে। কেননা, অনেক আবেদনে এসব তথ্য না থাকায় মামলা লিস্টে আসছে না।
২. ভার্চুয়াল কোর্টে মামলা লিস্টে আসা বা না আসা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস এবং মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সতর্ক থাকতে হবে।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যাবস্থা বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি মামলা শুনানির জন্য বেশ কয়েকটি বেঞ্চ গঠন করে দেন।
Discussion about this post