বিডি ল নিউজঃ
কোটিপতি ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে ইরানে। স্থানীয় সময় বুধবার পুলিশ তাকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকানের রাস্তা থেকে আটক করেছে। খবর এএফপি ও এনডিটিভির।
আটকের পর ওই ভিক্ষুকের পকেটে তল্লাশি চালিয়ে তিন হাজার মার্কিন ডলার পাওয়া যায় যার মূল্যমান প্রায় তিন লাখ ৩৫ হাজার টাকা। পরে জিজ্ঞাসাবাদে তার নামে দুটি ব্যাংক একাউন্টেরও সন্ধান পাওয়া গেছে। ওই একাউন্ট দুটিতে ৪৭ হাজার মার্কিন ডলারের সন্ধান পাওয়া যায়, যার মূল্যমান সাড়ে ৩৭ লাখ টাকার মতো।
ধারণা করা হচ্ছে, তার অজ্ঞাত অন্য সব সম্পদের খোঁজ পাওয়া গেলে তিনি কোটিপতি ভিক্ষুক হিসেবে গণ্য হবেন। উল্লেখ্য, গত মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি রাজপথ ভিক্ষুকমুক্ত করার নির্দেশ দিলে পুলিশের অভিযানে ৬৪ বছর বয়সী এই ‘কোটিপতি’ (কোটি টাকার মালিক) ভিক্ষুক আটক হন।
Discussion about this post