চাঁদপুরে ভিক্ষা চাওয়ার কারণে তাজুল হোসেন (৬০) নামে এক ভিক্ষুককে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন হাবিব তালুকদার (৩৮) এক মাদকসেবী।
পরে মাদকসেবী হাবিবকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ফরক্কাবাদ বাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহজালাল ও শাকিল আহমেদ জানান, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের সেকদী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আহত ভিক্ষুক তাজুল হোসেন দীর্ঘদিন ধরে ফরক্কাবাদ বাজারে ভিক্ষা করেন।
বিকেলে ওই বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মাদকসেবী হাবিবের কাছে ভিক্ষা চান তাজুল। এতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে হাবিব পাশের সেলুন থেকে ক্ষুর নিয়ে এসে ভিক্ষুকের গলায় আঘাত করে। দ্রুত আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় ভিক্ষুককে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসিবুল হাসান জানান, ভিক্ষুক তাজুলের গলার বেশ কয়েকটি রগ কেটে গেছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামিম বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাদকসেবী হাবিবকে আটক করা হয়েছে।
Discussion about this post