বিডি ল নিউজঃ হলিউড অভিনেত্রী কিংবা পপ ফিলেইল তারকাদের জন্য নগ্নতা একটা আর্ট। প্রয়োজনে, বিনা প্রয়োজনে শরীর থেকে কাপড় খোলা তাদের জন্য সিগারেটের ধোঁয়ার মত হালকা ব্যাপার হয়ে গেছে। তাই তো অবশেষে, লেখাবো না লেখাবো না করেও নগ্নতার খাতায় নাম লিখিয়েই ফেললেন তারকা গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ।
ভি ম্যাগাজিন-এর সর্বশেষ প্রকাশিত সংখ্যায় টপলেস অবস্থায় বিভিন্ন ছবিতে দেখা গেল হলিউডের এই কিউট গার্লকে। ‘ভি ম্যাগাজিন’-এর কভার পেজে সেলেনাকে কোকড়ানো চুলে, শুধুমাত্র শর্টসে দেখা যাচ্ছে। ম্যাগাজিনের ভিতরের পাতায় কোনও ছবিতে বিকিনি, কোনওটাতে ‘কাউগার্ল হ্যাটে’ দেখা গেছে ২২ বছরের এই মার্কিন গায়িকা-অভিনেত্রীকে। এই ম্যাগাজিনে নিজের খোলামেলা ছবির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা জানিয়েছেন সেলেনা। তবে এই ম্যাগাজিন বাজারে আসাতে ক দিন সময় লাগবে।
দাম করা হয়েছে ৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা)। এর আগেও বেশ কয়েকবার সেলেনাকে নগ্ন ছবিতে পোজ দেওয়ার জন্য অফার করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তা প্রত্যাখান করেছিলেন তিনি।




Discussion about this post