রাঙামাটির বরকলে শুক্রবার (১১ মার্চ) আটক হওয়াদের মধ্যে ভুয়া সেনা সদস্যসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়াও ৩ বৌদ্ধ ভিক্ষুসহ বাকী ৯ জনকে জেলে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রিমান্ড আবেদনের ওপর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত মামলার আসামি বিভাষ দেওয়ানকে দু’দিন এবং অপর চারজন রিটেন চাকমা, জ্ঞান লাল চাকমা, সোহেল চাকমা এবং স্মৃতি বিকাশ চাকমাকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বাকী ৯জনকে রিমান্ড না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২৯ মার্চ আদালত এ মামলা পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
কোর্ট পরিদর্শক খালেদ বলেন, আদালতের কাছে ১৬ জনের রিমান্ড চাইলে ৫জনকে রিমান্ড মঞ্জুর করে বাকী ১১জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাঙামাটি রাজবন বিহারের তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১২ জনের একটি দল নিয়ে বিভাষ দেওয়ান নামে এক ব্যক্তি শুক্রবার রাঙামাটির বরকলে ঘুরতে যায়। ওই সময় স্থানীয় একটি বিজিবি ক্যাম্পে বিভাষ দেওয়ান নিজেকে সেনা কর্মকর্তার পরিচয় দিলে বিজিবির সন্দেহ হয়।
পরে জিজ্ঞাসাবাদ করে তাদের ভুয়া পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি সদস্যরা বিভাষ দেওয়ানসহ ১২ জনকে আটক করে বরকল পুলিশের কাছে সোপর্দ করে।
আটকের পর বিভাষ দেওয়ানের তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ওইদিন অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিত থেকে আরো ৪ যুবককে আটক করে রাঙামাটি কোতয়ালী থানায় সোপর্দ করে।
আটক ১৬জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সরকারি গোপন তথ্য ফাঁসের আইনে মামলা দায়ের করা হয়। মামলার রোববার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের জামিন শুনানি শেষে আদালত ৫জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
Discussion about this post