
রাজধানীর বাংলামোটর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত আইন অমান্য করে রাস্তা পারাপার করায় এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জনকে জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। চলবে বিকেল পর্যন্ত।
বেলা পৌনে ১২টা পর্যন্ত আবুল কালাম আজাদ নামে পুলিশের এক কনস্টেবলসহ ২০ জনকে জরিমানা (অর্থদণ্ড) দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ পেনাল কোড গণ উপদ্রব আইনের ২৯০ ধারা মোতাবেক তাদের জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, জনসচেতনতা বাড়ানো ও আইন মানতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, পুলিশ সদস্যকে ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ সদস্যকে জরিমানার মাধ্যমে প্রমাণিত হয় আইন অমান্য করলে কেউ শাস্তির ঊর্ধ্বে নয়।



Discussion about this post