বিডি ল নিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে মঙ্গলবারও বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ২০ দল।
বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে। টানা দুই দিন হরতাল পালনের পর সোমবার বিকেলে তৃতীয় দফায় সময় বাড়ানো হল।
বগুড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, ২০ দলের চলমান হরতাল আরও ১২ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়ায় হরতাল পালন করা হবে।
Discussion about this post