ময়মনসিংহ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় চার জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ফুলপুর থানার পুলিশ। উপজেলার ফুলপুরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গিয়াস উদ্দিন (৭৭), উমেদ আলী খান (৭০) আব্দুল খালেক (৬২) ও আবু সিদ্দিক (৭৫)।
ফুলপুর থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পর মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত ওই চার আসামিকে বুধবার ভোরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হয়েছে।
Discussion about this post