ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোশাররফ হোসেন (২৫)।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল রাতে সদর উপজেলার দাপুনিয়া সরকারি পুকুরপাড় এলাকায় ওই মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। পুলিশের ধারণা, নিহত যুবক একজন অটোচালক। তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার শাকের আহমেদ বলেন, সোমবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে ওই অটোচালক যুবককে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই এলাকায় অটোচালকের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করেছে পুলিশ।




Discussion about this post