জেলা শহর মাইজদীর কৃষ্ণারামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিন প্রকাশ জহির হুজুরকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে কৃষ্ণারামপুরের তার নিজ বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জহির উদ্দিন ওই গ্রামের অহিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহির হুজুর দীর্ঘদিন ধরে কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমামতি করে আসছিলেন। তিনি ওই মসজিদের পাশের একটি বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো রাতে তিনি তার নিজ কক্ষে ছিলেন। পরে ওই কক্ষ থেকে জহির হুজুরের ছটপটানোর শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের বড় মেয়ে সুমাইয়া ও শ্যালক মো. হাছান জানান, তার কোনো শত্রু নেই।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Discussion about this post