মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে আজিজুল হক (৪৫) নামে এক মাছ চাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার ঝোড়াঘাট ও দেবীপুর মাঠের মধ্যে নিজের লিজ নেওয়া পুকুরেই তার গলা কাটা মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছে।




Discussion about this post