নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার ও সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় পাঁচ হোটেলকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩০ মে) অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান, ফিরিঙ্গিবাজার এলাকার মোহাম্মদী হোটেল অ্যান্ড কনফেকশনারিকে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি ও পণ্যের মোড়কে মেয়াদ, মূল্য ইত্যাদি না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে দেখা যায় কাঁচা ও রান্না করা প্রায় সব খাবার নোংরা কাদাযুক্ত মেঝেতে ফেলে রাখা হয়েছিল।
তিনি জানান, নোংরা পরিবেশ ও পোড়া তেল ব্যবহার, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে মাঝিরঘাট ও সদরঘাট এলাকার কর্ণফুলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৮ হাজার, ক্যাফে মরিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফে মা হোটেল ও ক্যাফে আমানত হোটেলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং নগর পুলিশ সদস্যরা।




Discussion about this post