
শুক্রবারটা ভীষণই আনন্দের হয়ে রইল টিম নিউজিল্যান্ড ও দলের দুই অন্যতম নায়ক ব্র্যান্ডন ম্যাকুলাম ও টিম সাউদির কাছে। নতুন কীর্তি গড়লেন ম্যাকুলাম, নিজেরই রেকর্ড ভেঙে ফের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। বিশ্বকাপে দ্রুততম ৫০ রানের রেকর্ড করলেন আজ। মাত্র ১৮ বলে অর্ধ শতরান করলেন তিনি। এদিন ২৫ বলে ৭৭ রান করে তিনি অপরাজিত থেকে যান। তবে তাঁর আগে বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন টিম সাউদি। এদিন ইংল্যান্ডের সাতটি উইকেটই ঝুলিতে পুরেছেন তিনি। টসে হারলেও ভাগ্য আজ নিউজিল্যান্ডের পক্ষেই ছিল। এদিনের গ্রুপ-বির ম্যাচে কার্যত তাদের হাতে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। সাউদির দাপটে মাত্র ৩৩.৩ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১২.২ ওভারে ১২৫ রান তুলে নেয় টিম নিউজিল্যান্ড। এর ফলে পরপর দুই ম্যাচে হারের পর বিশ্বকাপের দৌড়ে গভীর বিপর্যয়ে পড়ল ইংল্যান্ড।
Discussion about this post