মাদক ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসার সময়ে তার সহযোগীদের হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় হাইমচর থানায় হামলাকারীদের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে।
আহতরা হলেন, হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ, এএসআই আবুল কালাম আজাদ এবং কনস্টেবল আনোয়ার ও হালিম। তারা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে উপজেলা সদর আলগী বাজারের রিপন ও তেলির মোড় এলাকায় বিল্লাল নামে এক ব্যক্তিকে ছয় পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে তার তথ্য অনুযায়ী ইয়াবা বিক্রেতা দক্ষিণ আলগী গ্রামের কানা জসিমের বাড়িতে অভিযান চালানো হয়। কানা জসিমকে ইয়াবাসহ আটক করে নিয়ে আসার পথে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় হাতকড়াসহ কানা জসিমকে ছিনিয়ে নিয়ে যায় তারা। হামলায় পুলিশের চার সদস্য আহত হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ অলি বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post