মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ সোমবার দুপুরে মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। লাশটি ক্ষতবিক্ষত ও ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিয়া জানান, সকালে মাদ্রার মোবাইল টাওয়ারের পাশে অজ্ঞাত পরিচয় ঐ যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ যুবকের দুই চোখ নষ্ট করে, ডান হাত কেটে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুখমন্ডল ক্ষতবিক্ষত করায় লাশ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
Discussion about this post