মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মাদারীপুরে ‘ইসলামী ব্যাংক এ. আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল‘ প্রতিষ্ঠার লক্ষে জমি দাতার সাথে চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রবিবার বিকেলে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চেয়ারম্যান, সদস্য সচিব ও ব্যবস্থাপনা পরিচালকের নামে লিগ্যাল নোটিশ দিয়েছেন মাদারীপুর জজকোর্টের এ্যাডভোকেট আহসানুল হক খান টুকু। লিগ্যাল নোটিশে আগামী ৭দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক এ. আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষে শর্ত সাপেক্ষে মাদারীপুরের এ. আর হাওলাদারের সন্তানরা ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর ৪২৪৪ নং দানপত্র দলিলমূলে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩৫.৪০ শতাংশ জমি ও অবকাঠামো প্রদান করেন। দানপত্র দলিল ছাড়াও ২০১০ সালের ৩ মার্চ ষ্ট্যাম্পে একটি লিখিত চুক্তি হয়। চুক্তিপত্রের ৪ দফার শেষে উল্লেখ করা হয় আগামী ১ বছরের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শুরু করতে হবে এবং ‘ইসলামী ব্যাংক এ. আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল‘ মাদারীপুর নামটি কোন দিন কোন অবস্থায় কোন পক্ষ পরিবর্তন করতে পারবে না।
কিন্তু ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চুক্তিপত্রের এ শর্ত ভঙ্গ করে। তারা এ. আর হাওলাদারের নাম বাদ দিয়ে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মাদারীপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় ‘ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল‘ নামে একটি জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এ সিদ্ধান্তে জমি দাতা এ. আর হাওলাদারের পরিবার ক্ষুব্ধ ও ব্যথিত হন। তাদের পরিবারের পক্ষ থেকে এ.আর হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন বাচ্চু হাওলাদার আইনি পদক্ষেপ নেন।
এ ব্যাপারে সাজ্জাদ হোসেন বাচ্চু হাওলাদার বলেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চুক্তির শর্ত না মেনে আমাদের সাথে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছে। তাই আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।
Discussion about this post