মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি, বিডি ল নিউজঃ
‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘরে হবে এক একটি স্কুল’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে লেকেরপাড়-স্বাধীনতা অঙ্গণ থেকে বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়।
র্যালিতে মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।



Discussion about this post