মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে বিপুল পরিমাণ জালনোট ও জালটাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিলন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার কুলিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরকাশিমপুর বৈরাগীর বাজার জিয়াউল হাওলাদারের কম্পিউটারের দোকান থেকে ওই জালটাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, জালটাকা তৈরি করছে, এমন গোপন খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চরকাশিমপুর বৈরাগীর বাজারের জিয়াউল হাওলাদারের কম্পিউটারের দোকানে অভিযান চালায়।
এ সময় পুলিশ এক হাজার টাকার ৪৮টি, ৫০০ টাকার ১২২০টি ও ১০০ টাকার ১৬টি (মোট ছয় লাখ ঊনষাট হাজার ৬০০) টাকার জালনোট উদ্ধার এবং জালটাকা তৈরির সরঞ্জামসহ মিলন আলী নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় জালিয়াত চক্রের অন্য দুই সদস্য জিয়াউল হাওলাদার ও মোজাম্মেল হক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
Discussion about this post