মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির টেকেরহাট জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার রাতে রাজৈর উপজেলার কানাইপুর গ্রামে বিভিন্ন বাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গন পিটুনির শিকার হয়েছে । এ সময় ৫ কর্মকর্তা-কর্মচারী মারাত্মক আহত হয় । আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা ও ২জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আজ বৃহস্পতিবার রাজৈর থানায় অলি বাওয়ালী ও জামাল বাওয়ালীসহ ৭জন নামীয় আসামী এবং আরও ২০/২৫জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়েছে ।
টেকেরহাট জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ইকবাল মাহাদী জানান, কানাইপুর গ্রামে মেইন লাইন থেকে হুকিং পদ্ধতি ও সাইড সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাড়ীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল । গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অবৈধ বিদ্যুৎ ব্যবহার কারীরা জোটবদ্ধভাবে আমাদের উপর হামলা চালায় । এসময় তারা আমাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় । এ হামলায় সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, সহকারী জেনারেল ম্যানেজার ইকবাল মাহাদী, মাসেঞ্জার তাজুল ইসলাম, মাসেঞ্জার, মোঃ কামরুজ্জামান, মাসেঞ্জার সাফিকুল ইসলাম আহত হয় । মারাত্মক আহত মাসেঞ্জার তাজুল ইসলাম ও মাসেঞ্জার, মোঃ কামরুজ্জামানকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকেরহাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী জোনাব আলী জানান,অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আমাদের কর্মকর্তারা হামলার শিকার হয়েছে। এ ঘটনায় রাজৈর থানায় মামলা করা হয়েছে।
Discussion about this post