মেহেদী হাসান সোহাগমাদারীপুর
মাদারীপুরের রাজৈর পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ মুন্সি আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৮০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ রাজৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ মোতালেব মিয়া চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৫৩ ভোট। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। রাতে বেসরকারীভাবে শামীম নেওয়াজ মুন্সিকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়।পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা হলেন মোতাহার হোসেন ফকির, আনোয়ার হোসেন বাদল, বাবুল বাঘা, বাবুল শেখ, মহাসিন ফকির, আহম্মদ কবিরাজ, আবদুল্লাহ আল মামুন, শামিম মাতুব্বর, মান্নান বেপারী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সেলিনা বেগম, রেহানা বেগম, নওরীন আক্তার লাভলী বিজয়ী হয়েছেন। মাদারীপুর জেলা নির্বাচন অফিসার শেখ মো. জালাল উদ্দিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। বেসরকারীভাবে শামীম নেওয়াজ মুন্সিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৭ হাজার ৮০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ মোতালেব মিয়া পেয়েছেন ৫ হাজার ২৫৩ ভোট।
Discussion about this post