মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মাদারীপুরে দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ প্রবাসী ভিআইপি ক্লাব। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার সালমা টাওয়ারে মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের উদ্দ্যেগে সাড়ে ৪শ’ কম্বল বিতরণ করা হয়। গ্রীস প্রবাসী জাহাঙ্গীর আলম হালাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর চেম্বার অফ কমার্স-এর সভাপতি বাবুল দাস, বনিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়াসহ অন্যান্য প্রবাসীরা। অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন দেওয়ান।
উল্লেখ্য, মাদারীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার সুবিধার্থে একটি হাসপাতাল নির্মানের উদ্দ্যেগ গ্রহণ করছে প্রবাসী ভিআইপি ক্লাব।
Discussion about this post