ডেস্ক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীতে মানবপাচারকারীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি চাকরির কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী-শিশুদের বিদেশে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন। তাদের হেফাজত থেকে নারী ও শিশুসহ পাঁচ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।বুধবার (২৬ মে) সন্ধ্যায় র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ ভুক্তভোগীসহ মানবপাচারকারীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. সোহাগ মোল্লা (২৬) ও মো. রাসেল (২০)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার নারী ও শিশু পাচারকারীচক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌনকাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুকে প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।
Discussion about this post