বিডি ল নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানসিকভাবে অসুস্থরাই দালাল ধরে সাগরপথে বিদেশ যাওয়ার চেষ্টা করছে। অবৈধপথে বিদেশ যাওয়া অভাবের কারণে নয়, আয় রোজগারের সোনার হরিণের পেছনে ছোটার মানসিকতা। যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে তারা দেশের সুনাম ক্ষুণ্ন করছে।’ আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দালালদের পাশাপাশি যারা অবৈধ উপায়ে বিদেশে যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে যারা যাবে, তাদেরও শাস্তি দিতে হবে। কারণ তারা আমাদের দেশের সুনাম নষ্ট করছে।
Discussion about this post