মাদারীপুরে ৫ কোটি টাকার মানহানির মামলায় দৈনিক কালের কণ্ঠের সম্পাদকসহ ৩ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৩ মার্চ) দুপুরে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন এ জামিনের আদেশ দেন।
গত ২ ফেব্রুয়ারি কালের কণ্ঠ পত্রিকায় ‘আওয়ামী লীগের জেলা নেতারা আখের গোছানোয় মগ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
পরে ৮ ফেব্রুয়ারি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বাদী হয়ে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, স্টাফ রিপোর্টার হায়দার আলী ও তৈমুর ফারুক তুষার এবং মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীকে বিবাদী করে মামলা করেন।
রোববার বিবাদীরা আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাড. রেজাউল করিম বলেন, কালের কণ্ঠের সম্পাদকসহ ৩ জনই আদালতে স্বশরীরে হাজির হওয়ায় তাদের জামিন দেন আদালত।
Discussion about this post