সাইফুল,পটিয়া প্রতিনিধি, বিডি ল নিউজঃ স্বামীর বিরুদ্ধে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের মামলা তুলে নিতে স্ত্রীকে অপহরণ করেছে স্বামী। গত শনিবার দুপুর সাড়ে ১২টায় পটিয়া উপজেলার আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপহরণকারী স্বামীর নাম নজরুল ইসলাম (২৮)। অপহৃত স্ত্রী র নাম মইনুর আক্তার (২০)। এ ব্যাপারে ময়নুর আক্তারের পিতা জাফর আহম্মদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১২ সালের ২৩শে মার্চ আজিমপুর গ্রামের জাফর আহম্মদের কনিষ্ট কন্যা মইনুর আক্তারের সাথে ভাটিখাইন গ্রামের আবদুস সাত্তারের পুত্র নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজরুল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য মইনুর আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। মইনুর আক্তার অতিষ্ট হয়ে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে স্বামী নজরুল ইসলামসহ তার শ্বশুড়, শ্বাশুড়ী ও ভাসুরকে আসামী করে একটি মামলা দায়ের করে। এ মামলা তুলে নিতে নজরুল বেশ কয়েকবার মোবাইল ফোনে স্ত্রী মইনুর আক্তার ও শ্বশুড় জাফর আহম্মদকে হুমকি দেয়। অবশেষে গতকাল মইনুর আক্তার কচুয়াই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসার জন্য গেলে সেখান থেকে ফেরার সময় নজরুলসহ আরো ৩ জন সিএনজি টেক্সিতে তুলে মইনুরকে নিয়ে যায়। তারা মইনুরকে কচুয়াই থেকে চট্টগ্রাম শহরের এদিকে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন খলিফা বলেন, এ ঘটনায় পটিয়া থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশ তৎপরতা চালাবে।
Discussion about this post