দেশে গরিব ও বঞ্চিতদের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করা এবং পুরনো মামলা নিষ্পত্তির জন্য আইনজীবীদের কাছে সহযোগিতা কামনা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। পুরনো মামলার প্রসঙ্গ এলে আইনজীবীদের আদালত বর্জনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সুনামগঞ্জে একজন নারী বিচারক কিছু পুরাতন মামলা নিষ্পত্তি করার জন্য বলেছেন, অমনি আইনজীবীরা তাঁর আদালত বর্জন করছেন। আরেক আদালতে একজন বিচারক আইনজীবীকে বললেন, তাঁর নির্ধারিত পোশাক ঠিক হয়নি। আরেক জায়গায় বিচারক বললেন, মামলায় মুলতবি দেবেন না। অমনি আদালত বর্জন শুরু হলো। ‘সম্মানিত আইনজীবীদের আমি বলছি, হ্যাঁ আপনাদের কিছু দায়িত্ব আছে। কিন্তু এই যদি হয়। আপনাদের বার কাউন্সিলের রুল যেগুলো আছে, সেই রুলগুলো আপনারাই মানেন না। আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা একটু সহযোগিতা করেন।’<br /> সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী পরিষদ ২০১৫ আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।</p> ন বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘এখানে মেজরিটি, ৯৫ শতাংশ বিচারক ও আইনজীবী। এখানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন। আমরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। সংগত কারণে বিচার বিভাগ এবং আইনের শাসনের অভিভাবক হিসেবে আমি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং অ্যাটর্নি জেনারেল আছেন। আপনাদের কাছে আমার একটা আবেদন। আজকে আমরা আইনের শাসনের কথা বলি। যে কারণে আজকে এ মহান পেশা প্রবর্তন করা হয়েছে। এটা তো শুধু আমরা, যারা অবস্থাপন্ন তাদের জন্য বড় বড় আইনজীবী নিয়োগ হবে। যারা গরিব তাদের জন্য উপযোগী হবে না। যারা টাকা পয়সা পায় তারা কিছু কিছু ক্ষেত্রে বিচারে প্রভাবান্বিত করার চেষ্টা করে।’<br /> প্রধান বিচারপতি বলেন, ‘আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের পেশা শুধু টাকা আর্নিংয়ের (আয়ের) জন্য না। আমাদের গরিব যারা, পুরনো (মামলার বাদী) যারা বিচার থেকে বঞ্চিত, তাদের মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। প্রকৃতপক্ষে তারা কোর্টে বিচার পাচ্ছে না। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। আপনারা যদি সহযোগিতা না করেন, সমাজ থেকে কোনো দিনই অন্যায় থেকে ন্যায় প্রতিষ্ঠা করতে পারব না।’<br /> সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, মা দেবী দুর্গা মানুষের মাঝে আসেন শান্তির বার্তা নিয়ে। দেশে আজ যে অশুভ শক্তির আবিভার্ব হয়েছে, বিচার বিভাগ যদি মাথা উচু করে দাঁড়ায় তাহলে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জুডিশিয়ারি যদি পদানত হয়ে যায়, তার চেয়ে দুভার্গ্য আর নয়।<br /> খন্দকার মাহবুব বলেন, আপনি প্রধান বিচারপতি হিসেবে জুডিশিয়ারিকে যেভাবে ঢেলে সাজাতে চান তাতে আমি আশাবাদী। বিচার বিভাগকে সমুন্নত করতে হবে। নিরপক্ষে ভূমিকা পালন করতে হবে। বিচারবিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাহলে সমাজে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।<br /> অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।</p>




Discussion about this post