বিডিলনিউজ: মামলা-হামলা দিয়ে মজুরি বৃদ্ধির আন্দোলন দমানো যাবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন শ্রমিক নেতারা। সমাবেশে সংগঠনের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, নিম্নতম মজুরি আট হাজার টাকার দাবিতে যখন শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন আন্দোলন দমনে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের ফলে পুলিশ ও সন্ত্রাসীরা বেপরোয়াভাবে শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হামলা করে দমননীতি চালিয়ে যাচ্ছে।
তারই অংশ হিসেবে কোনো ধরনের মামলা ও অভিযোগ না থাকা সত্ত্বেও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উত্তরা আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি জয়নাল আবেদীনকে রোববার সকালে গ্রেফতার করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.এ শাহিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের ওপর সন্ত্রাসীরা হামলা করে মারাত্মকভাবে জখম করেছে। এ ধরনের মামলা-হামলা বন্ধ করে শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান শ্রমিক নেতা মন্টু ঘোষ।
Discussion about this post