ডেস্ক রিপোর্ট: বরখাস্ত হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। বুধবার এক টুইট বার্তায় সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের মার্চে, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্ত কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন জেফ সেশনস।
এরপর থেকেই তার ওপর ক্ষোভ তৈরি হয় ট্রাম্পের। জুলাইতে সেশনসের চাকরিচ্যুতির আভাস দেন তিনি। এবার প্রেসিডেন্টের সিদ্ধান্তেই পদত্যাগ পত্র জমা দেয়ার কথা জানান সাবেক এই সিনেটর। অস্থায়ীভাবে তাঁর স্থলাভিষিক্ত হবেন সেশনসের চিফ অব স্টাফ ম্যাথিউ হুইটাকার। রুশ হস্তক্ষেপ তদন্তের ঘোর বিরোধী তিনি।
তদন্তকারী কর্মকর্তা রবার্ট মুলারকে নিয়ে বিপাকে থাকলেও তাঁকে বরখাস্তের সুযোগ নেই প্রেসিডেন্টের। তবে সেই ক্ষমতা থাকছে অস্থায়ী অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ হুইটাকারের। এমনকি ট্রাম্পের বিরুদ্ধে চলমান এ তদন্ত কার্যক্রম বন্ধও করে দিতে পারেন তিনি।




Discussion about this post