আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে সন্ত্রাসী সংগঠনের আখ্যা দিয়ে একটি আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের পথে আরও গভীর খাদ তৈরি হয়েছে। এই প্রস্তাবে পার্লামেন্টের প্রিসাইডিং বোর্ড ও বাজেট সমন্বয় কমিশনসহ অন্তত ২০০ এমপি সই করেছেন।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) এই প্রস্তাবটি ইরানি পার্লামেন্টে পাস করা হয়েছে। এই হত্যাকাণ্ডকে ইরানি পার্লামেন্টের প্রিসাইডিং বোর্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছে।
এর আগে গত বছর মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল ইরান। এছাড়া মার্কিন সরকারকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ইরানের বিপ্লবী গার্ডসকে যুক্তরাষ্ট্র কালোতালিকাভুক্ত করার জবাবে ইরান এমন পদক্ষেপ নিয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানি এমপিদের সর্বসম্মত ঐকমত্যে গৃহীত বিলটিতে পেন্টাগন কর্মকর্তা, সংশ্লিষ্ট সব কোম্পানি, প্রতিষ্ঠান, এজেন্ট ও কমান্ডারদের সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
শুক্রবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর নতুন এই সিদ্ধান্ত এসেছে।




Discussion about this post