বিডি ল নিউজঃ আফ্রিকার দেশ মালিতে এক বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত চার বাংলাদেশি আহত হয়েছেন। আহত রা হলেন মেজর আশরাফ (এএমসি),মেজর শাহরিয়ার (সিগনাল কোর), মেজর তুশিত বড়ুয়া (আর্মাড কোর) এবং পদাতিক সৈন্য শরিফুল।
সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর ওয়েবসাইটে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সাড়ে ৬টায় মালির টাবানকোর্টে বাংলাদেশ পদাতিক ইউনিটের একটি দলের টহল কার্যক্রমের সময় বিস্ফোরণ হয়। আহতরা মালির একটি ফরাসি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বিশ্বের সংঘাতময় বিভিন্ন দেশে জাতিসংঘ মিশনে বাংলাদেশের ৯ হাজারের বেশি শান্তিরক্ষী কাজ করছেন। শান্তিরক্ষা কার্যক্রমে তাদের ভূমিকা প্রশংসিত।




Discussion about this post