বিয়ানিবাজার প্রতিনিধি :: মায়ানমারে অব্যাহত মুসলিম গণহত্যার প্রতিবাদেরবিবার বাদ আসর বিয়ানীবাজার উপজেলা ছাত্রজমিয়তের উদ্যোগে পৌর শহরে এক বিশাল মানববন্ধনঅনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিয়ানীবাজারেরসর্বস্থরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানাতোফায়েল আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতিহাফিজ ফরহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিতমানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন সিলেট জেলা জমিয়তের সহ সভাপতিআলহাজ্ব শামসুদ্দীন, বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান মুফতি শিবিবর আহমদ। বক্তারামায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পাশেদাঁড়াতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গারামায়ানমারের ৬০০ বছরের প্রাচীন অধিবাসী। শত শতবছর ধরে মায়ানমারে বৈধ নাগরিক হিসাবে বসবাসকরছেন তারা। বর্তমানে কেবল মুসলমান হওয়ারঅপরাধে নিজস্ব ভূূমিতে পরবাসী তারা। শিক্ষা,খাদ্য, বাসস্থানসহ সকল নাগরিক অধিকার থেকেবঞ্চিত রোহিঙ্গারা। বর্তমানে তারা বিভিন্নদেশের শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপনকরছে। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বনেতৃত্বকে এগিয়ে আসতে হবে।মানববন্ধনেঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রজমিয়তের সহ-সভাপতি মাওলানা তাহের হুসাইনমাসুম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুলরাজ্জাক, ব্যবসায়ী জসিম উদ্দিন, মাওলানা আবুলকালাম আজাদ, উপজেলা ছাত্র জমিয়ত সাংগঠনিকসম্পাদক শাহেদ আহমদ, প্রচার সম্পাদক ইমরানসিদ্দীকি পাবেল, মাওলানা জিয়া উদ্দিন, হাফিজআব্দুল্লাহ, শরিফুল হাসান, আবুল কালাম, আবিদআহমদ, সাজু আহমদ, মামুনুর রশিদ মামুন, জালালআহমদ, আতিক আহমদ, হাসান আহমদ, মাওলানাতারেক হুসাইন কিবরিয়া, জিয়াউর রহমান প্রমু।




Discussion about this post