বিডি ল নিউজঃ ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজারে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মিছিল শেষে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের বর্তমান আহ্বায়ক সিদ্দিকুর রহমান আপনের (৩২)।
সিদ্দিকুর রহমান আপন উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর গ্রামের মৃত মনহর আলীর ছেলে।
সিদ্দিকুর রহমানের বন্ধু থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানা জানান, ২০ দলীয় জোটের ডাকা গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচির বিক্ষোভ মিছিল করে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আপন। দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাব্বির আহমদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জালাল শাহ মাজার প্রাঙ্গণে আপনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, আপনের অকালমৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।




Discussion about this post