নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারী হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানা এবং শ্রীমঙ্গলে র্যাব বাদী হয়ে পৃথক মামলা দু’টি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) ভোরে শ্রীমঙ্গলে বান্ধবীর বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১২ অক্টোবর) র্যাব-১’র অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকার মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের হঠাৎ করে ফুলে-ফেঁপে ওঠা পাগলা মিজানের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। রাত ১টা থেকে দেড়টা পর্যন্ত আওরঙ্গজেব রোডে পাগলা মিজানের বাড়ির বিলাসবহুল ফ্ল্যাটে মিজানকে পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, পাগলা মিজান ভয়ঙ্কর সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিটি করপোরেশনের ম্যানহোলের ঢাকনা চুরি থেকে শুরু করে মানুষ হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় যারা হামলা করেছিল তার একজন পাগলা মিজান।




Discussion about this post