বিডি ল নিউজঃ রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরে একটি ফার্নিচার দোকানের আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামিম বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। পরে ফায়ার সর্ভিসের ৩টি ইউনিট যেয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম জানান, রাতে মিরপুরে একটি ফার্নিচার দোকানের আগুন লাগে। আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামিম বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
ফায়ার সর্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, মিরপুর থেকে দু’টি এবং মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Discussion about this post