বিডি ল নিউজঃ
বাংলাদেশের ফুটবলকে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা মিলে দেশব্যাপি ফুটবল প্রীতিম্যাচের আয়োজন করেন। গতকাল বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে এই আয়োজনের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করায় ঐ প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করে দেয় পুলিশ। এর প্রতিবাদে শনিবার বিকেলে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, শনিবার বিকেল ৩টায় বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জাতীয় ফুটবল দলের সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা খেলা উদ্বোধন করার কথা ছিল মির্জা ফখরুলের। এজন্য আয়োজক কমিটি গত ১০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান ও বনানী থানা পুলিশের কাছ থেকে অনুমতি নেন। খেলা উদযাপন কমিটির আহবায়ক আমিনুল হক সংবাদ সম্মেলনে বলেন, সকালে খেলার প্রস্তুতি নিতে গেলে বনানী থানার কতিপয় পুলিশ কর্মকর্তা মাঠে উপস্থিত হয়ে আসবাবপত্র সরিয়ে নিতে বলেন। কারণ জানতে চাইলে বনানী থানায় যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করা হলে আমরা জানতে পারি মাঠের পাশে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসা, তাই সেখানে মির্জা ফখরুলের খেলা উদ্বোধন করতে দেওয়া যাবে না। খেলার আয়োজন করা হলে সকলকে গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের এক কর্মকর্তা। পরে আমাদের সরঞ্জাম ও লোকজন বের করে দিয়ে মাঠের গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানি আমিনুল হক বলেন, দেশে আজ গণতন্ত্র নেই বলেই পুলিশ একটি ফুটবল ম্যাচও আয়োজন করতে দিচ্ছে না। প্রকৃত গণতন্ত্র মানুষের অবাদ প্রতিযোগিতা নিশ্চিত করে । বাংলাদেশের বর্তমান অবস্থায় জনগণ হারানো গণতন্ত্র ফিরে পেতে চায়। মির্জা ফখরুলকে প্রধান অতিথি করার কারণ জানতে চাইলে আমিনুল হক বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। একজন ক্রীড়া সংগঠক হিসেবে অতিথি করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, খেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও সাবেক ফটুবলার মেজবাহউদ্দিন মিজু, ইমতিয়াজ আহমেদ নকিব, মতিউর মুন্না ও আমিন রানা, মেজবাউদ্দিন প্রমুখ।
Discussion about this post